১. ক্যাম্পেইন সময়কাল: ১লা মার্চ ২০২৪ থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত।
২. ক্যাম্পেইন চলাকালীন ডেটল ড্যাশবোর্ডে প্রদর্শিত উপকৃত শিশুর তথ্য মাস্তুল ফাউন্ডেশন থেকে প্রাপ্ত ও যাচাইকৃত।
৩. বিক্রীত প্রতিটি ডেটল-এর 'একসাথে বাড়াই সুরক্ষার হাত' ব্যান্ডেল প্যাক থেকে ৩ টাকা মাস্তুল ফাউন্ডেশনের সহায়তায় ব্যয় করা হবে সুবিধাবঞ্চিত শিশুদের ইফতার এবং হাইজিন সুরক্ষার কাজে। উল্লেখিত শর্তটি কেবলমাত্র ডেটল-এর 'একসাথে বাড়াই সুরক্ষার হাত' ব্যান্ডেল প্যাকের উপর প্রযোজ্য।
৪. ডেটল-এর 'একসাথে বাড়াই সুরক্ষার হাত' ব্যান্ডেল প্যাকে থাকছে: অরিজিনাল ভ্যারিয়েন্টের ৭৫ গ্রাম পরিমাণের ৩টি ডেটল সাবান।
৫. বিশেষ আকর্ষণ হিসেবে ক্রেতাদের জন্য প্রতিটি ব্যান্ডেল প্যাকের সর্বোচ্চ মূল্যের উপর থাকছে ১০ টাকা মূল্য ছাড় (৬০ টাকা x ৩ = ১৮০ টাকা - ১০ টাকা = ১৭০টাকা)।
৬. ক্যাম্পেইনের সকল নিয়মাবলি ও সময়কাল পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধনের পূর্ণ অধিকার রেকিট বেনকিজার (বাংলাদেশ) পিএলসি বহন করে।
৭. ক্যাম্পেইনে অংশগ্রহণকারী সকল সুবিধাভোগী সেচ্ছায় স্বপ্রণোদিত হয়ে অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণ করেছেন।
৮. ক্যাম্পেইনের এই লিংকটি ১লা মার্চ থেকে ৩০শে জুন ২০২৪ পর্যন্ত চালু থাকবে।
৯. ক্যাম্পেইন সম্পর্কিত যেকোনো প্রশ্ন এবং মতামত জানাতে সরাসরি Dettol Bangladesh- এর ফেইসবুক পেজে যোগাযোগ করুন। ডেটল ফেইসবুক পেজের লিংক-
Dettol Bangladesh.